আল্লাহ

আল্লাহ বলতে আমরা বুঝি সেই একমাত্র স্রষ্টাকে, যিনি সব কিছুর মালিক, সব কিছুর নিয়ন্ত্রক এবং সব কিছুর উপরে ক্ষমতাবান। তিনি সময়, স্থান, আকার বা সীমার মধ্যে নন। মানুষ যেভাবে কিছু কল্পনা করে, আল্লাহ তার থেকেও অনেক উঁচু। পুরো সৃষ্টিজগত তাঁর নির্দেশে চলছে। আমাদের রিজিক, জীবন, মৃত্যু, সুখ, দুঃখ—সবই তাঁর জ্ঞানের মধ্যে।

আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, যাতে মানুষ তাঁকে ডাকে, তাঁর দয়া চায় এবং তাঁর কাছে ফিরে আসে। আমরা ভুল করি, কিন্তু আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আবার তিনি বিচারকও, তাই অন্যায় করলে তার হিসাব দিতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক খুব সহজ: তাঁর প্রতি বিশ্বাস রাখা, তাঁর দেয়া নিয়ম মানার চেষ্টা করা, এবং তাঁর পথে সৎভাবে চলা।

শেষ পর্যন্ত মানুষকে শান্তি আর নিরাপত্তা দেয় একটাই জিনিস—আল্লাহকে মনে রাখা এবং তাঁর ওপর ভরসা করা।