ক্যাটাগরি কিয়ামত ও পরকাল

ইসলামি ধর্মতত্ত্বে কিয়ামত ও পরকাল এমন এক গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়, যা মানবজীবনের চূড়ান্ত পরিণতি ও আল্লাহ তায়ালার ন্যায়বিচারের ধারণাকে তুলে ধরে। এই ক্যাটাগরিতে কিয়ামতের দিন, পুনরুত্থান, বিচার দিবস, জান্নাত-জাহান্নাম, আত্মার যাত্রা, এবং মানুষের কর্মফলের পরিণতি সম্পর্কিত সব বিশ্বাস ও ব্যাখ্যা অন্তর্ভুক্ত।

ইসলামি শিক্ষামতে, পৃথিবীর এক নির্দিষ্ট সময়ে আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টি ধ্বংস করবেন—এই ঘটনাকেই বলা হয় কিয়ামত। এরপর সকল মানুষ পুনরায় জীবিত হবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেদের আমলের হিসাব দেবে। এই দিনেই নির্ধারিত হবে কার জন্য জান্নাত এবং কার জন্য জাহান্নাম।

এই শ্রেণিতে কিয়ামতের ছোট ও বড় আলামত (চিহ্ন), যেমন দাজ্জালের আগমন, ইমাম মাহদির আবির্ভাব, ঈসা (আঃ)-এর পুনরাগমন, ইয়াজুজ-মাজুজ, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি জান্নাতের সুখ, জাহান্নামের শাস্তি, কবরের জীবন (বরযখ), এবং আত্মার বিচার প্রক্রিয়া সম্পর্কেও এখানে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়।

এই ক্যাটাগরির মূল উদ্দেশ্য হলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে পৃথিবীর জীবন সাময়িক—প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং পরকালে তার কর্মের জবাব দিতে হবে। এটি আল্লাহর প্রতি ভয়, আত্মশুদ্ধি, নৈতিকতা ও সৎকর্মের প্রেরণা জাগায়।

পশ্চিম আকাশে সূর্যোদয় হবে

কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে পশ্চিমাকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। পশ্চিমাকাশে সূর্য উঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কুরআন ও সহীহ হাদীছের মাধ্যমে এ বিষয়টি প্রমাণিত। আল্লাহ…