আপনার লেখা প্রকাশ করুন

আপনার লেখা প্রকাশের জন্য আপনাকে লগ ইন থাকতে হবে না। তবে লগইন থাকলে আপনার লেখা প্রাধান্য পাবে।

লেখা পাঠানোর আগে নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন

  1. বিষয়বস্তু নির্বাচন
    • লেখা অবশ্যই ওয়েবসাইটের ইসলাম বা ইসলামিক বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে। আমরা ইসলামিক প্রশ্নের উত্তর কে প্রাধান্য দেই ( আগে প্রকাশ করি )
    • অশ্লীল, ঘৃণাত্মক, বা আইনবিরোধী কোনো কন্টেন্ট গ্রহণযোগ্য নয়।
  2. লেখার ধরন
    • লেখা হতে হবে মৌলিক (নিজের তৈরি)।
    • অন্যের লেখা কপি বা অনুবাদ করলে অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে।
  3. শব্দসংখ্যা
    • ন্যূনতম ৫০০ শব্দ হতে হবে।
    • বড় আর্টিকেল হলে তা ভালোভাবে ফরম্যাট করে দিন (প্যারাগ্রাফ, সাবহেডিং ব্যবহার করে)।
  4. লেখকের তথ্য ছবি যোগ করা
    • আপনার নিজের ছবি আপনার নামে Rename করা থাকতে হবে। যেমন আপনার নাম যদি আব্দুর রহিম হয় আপনি যে ছবি আপলোড করবেন তার নাম AbdurRohim.png বা AbdurRohim.jpg হতে হবে । এটি গুরুত্বপূর্ণ । নাহলে আপনার ছবি অন্য কারোর সাথে পরিবর্তন হতে পারে । বিঃদ্রঃ আমরা নারী লেখিকার জন্য ছবি গ্রহন করিনা ।
    • আপনার লেখা যদি একবার প্রকাশিত হয়ে থাকে তাহলে পরের বার আপনাকে ছবি দিতে হবে না । বার বার আপনার ছবি দিলে আপনার লেখা প্রকাশিত হবে না।
    • “একটি ছবি আপলোড করুন ” বক্স এ আপনার ছবি আপলোড করবেন।
    • চাইলে সংক্ষিপ্ত লেখক পরিচিতি দিতে পারেন। (পোস্টের বিষয়বস্তু বক্স এর শেষে )
  5. সম্পাদনা ও প্রকাশ
    • পাঠানো লেখা প্রথমে অ্যাডমিন যাচাই করবেন।
    • প্রয়োজন হলে লেখা সম্পাদনা করে প্রকাশ করা হবে।
    • সব লেখা প্রকাশের গ্যারান্টি নেই। তবে যদি ইসলামিক বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ হবে ইনশা আল্লাহ। আপনার যদি মনে হয় আপনার লেখা প্রকাশ হওয়ার যোগ্য তবুও প্রকাশিত হচ্ছে না। তাহলে admin@islampidia.org ইমেইল অ্যাড্রেস এ আপনার নাম ও ইমেইল সহ আপনার অভিযোগ করতে পারেন
অনুগ্রহ করে প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন।
আপলোড করার জন্য আপনার ছবি(গুলি) নির্বাচন করুন।

আপনার পাঠানো লেখাটি প্রকাশিত হলে ইমেইল পেতে চাইলে যুক্ত হন । আমরা ইমেইলের মাধ্যমে উত্তর পাঠাবো ইনশাআল্লাহ।

এই ফর্ম জমা দেওয়ার পর আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন।
এই ইমেইল নিশ্চিত করে যে আমরা আপনার লেখা পেয়েছি।

⚠️ আপনি যদি ইমেইলে নিশ্চিত না করেন, তাহলে আপনার লেখাটি প্রকাশিত হলে আপনি ইমেইল পাবেন না।

অনুগ্রহ করে লেখা পাঠানোর পর আপনার ইনবক্স অথবা স্প্যাম ফোল্ডার চেক করে আপনার লেখা নিশ্চিত করুন।