আল্লাহর ৯৯ নামের অর্থআল্লাহর ৯৯ নামের অর্থ

কেন আল্লাহ তাআলার নামের পরিবর্তে He বসে। ইংরেজি ভাষায় আল্লাহ এর সর্বনাম বা pronoun কি He? চলুন জেনে নেই।

আমরা জানি পবিত্র কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন আরবি আর ইংরেজি ব্যাকরণে অনেক পার্থক্য বিদ্যমান। ইংরেজিতে ৩ টি সর্বনাম He, She ও It ব্যবহৃত হয়ে থাকে। কিন্ত আরবি ব্যাকরণে ক্লীবলিঙ্গের কোন সর্বনাম নেই। এখানে হুয়া এবং হিয়া যথাক্রমে masculine ও feminine বোঝায়। পবিত্র কুরআনে আমরা আল্লাহর বর্ণণায় সমসময় হুয়া পাই। যেমন সুরা ইখলাসে ১ম লাইনেই। আরবিতে masculine বা feminine এর ধারণা একটু আলাদা। আরবিতে masculine হল default.এটি পুরুষ বা ক্লীবের জন্য আর feminine স্ত্রী বা ক্লীবের জন্য ব্যবহৃত হয়। কিন্তু feminine হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। যেসব শুব্দ সেই শর্তগুলো পূরণ করে না সেগুলো হয়ে যায় masculine.যেমন শর্ত না মানায় বই হল masculine আর শর্ত মানায় লাইব্রেরী হল feminine.

ইংরেজিতে প্রভুকে থার্ড পার্সনে রেফার করার মতো অন্যকোন শব্দ নেই। আর স্বাভাবিক ভাবে She থেকে He সুপারিয়র হিসেবে গণ্য করা হয়। একারণেই ‘আল্লাহ’ বা যেসব ধর্মের প্রভুর কোনো লিঙ্গভেদ নেই তাদের He দিয়ে সম্বোধন করা হয়। এক্ষেত্রে He সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, বাক্যের যে অংশেই ব্যবহৃত হোক না কেনো।

Author

Islampidia Logo

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

আমাদের সকল প্রশ্নের উত্তর আপনার মেইলে পেতে চাইলে যুক্ত হন

We don’t spam! Read our privacy policy for more info.

By মোঃ আহসান হাবিব

মোঃ আহসান হাবিব হলেন ইসলামপিডিয়ার প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।